১। উপজেলা পরিষদ চেয়ারম্যানের তত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে কাজ করিবেন ।
২। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়াম্যানের নিকট অনুমোদনের জন্য পেশ করা । উপজেলা পরিষদ এবং সরকার অর্পিত নির্মাণ, উন্নয়ন, রক্ষনাবেক্ষণ এবং মেরামত কাজের পরিকল্পনা, প্রাক্কলন প্রণয়নসহ স্কিম প্রস্ত্ততকরণের দায়িত্ব পালন করা।
৩। উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত নির্মাণ, রক্ষনাবেক্ষণ ও মেরামত কাজ নিয়মিত তদারকি করিবেন এবং কাজের গুনগত মান নিশ্চিতকরিবার লক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ।
৪। উপজেলা পরিষদ বা সরকার কর্তৃক তাঁহার উপর অর্পিত ক্রয় কার্যক্রম (পাবলিক প্রকিউরমেন্ট) পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং বিধিমালা অনুযায়ী সম্পন্ন করা ।
৫। উপজেলা ও ইউনিয়ন পরিষদকে নির্মাণ, উন্নয়ন ,রক্ষনাবেক্ষণ, মেরারমত কাজে কারিগরী পরামর্শ ও সহায়তা দেওয়া
৬। সংশ্লিষ্ঠ বিভাগ/সংস্থার সমন্বয়ে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা ।
৭। উপজেলা সড়ক সহ অন্যান্য ভৌত অবকাঠামোর ডাটাবেজ প্রনয়ণ ও নিয়মিত হালনাগাদ করা ।
৮। উপজেলা সড়ক সহ অন্যান্য ভৌত অবকাঠামোর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে উপজেলা পরিষদকে সহায়তা করিবেন এবং উপজেলা পরিকল্পনা বই প্রণয়ন,রক্ষনাবেক্ষণ ও হালনাগাদ করা ।
৯। উপজেলা পরিষদ অথবা সরকারকর্তৃক অর্পিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন সম্পর্কিত অবকাঠামো এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও রক্ষনাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা ।
১০। উপজেলা ক্ষুদ্র পানি সম্পদ স্কীম যেমন- খাল খনন, বাঁধ,সেচনালা ও পানি অবকাঠামো নির্মাণ ইত্যাদি কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করা ।
১১। উপজেলার গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন, রক্ষনাবেক্ষণ ও মেরামতের অর্পিত দায়িত্ব পালন করা ।
১২। বিভিন্ন প্রকল্পের আওতাধীন চলমান,উন্নয়ন,রক্ষনাবেক্ষণ, মেরামত কাজ বাস্তবায়নের নিয়মিত অগ্রগতি প্রতিবেদন উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা ।
১৩। সাইটের অর্ডার বই , কাজের ডাইরী ও সাইটের মালামালের হিসাব তদারক করা ।
১৪। প্রয়োজনীয় ক্ষেত্রে নির্মাণ,রক্ষনাবেক্ষণ ও মেরামত কাজের জন্য মালামাল সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা ।
১৫। আইন ও বিধি অনুসারে অর্থ ব্যয় করিবেন এবং খরচের যথাযথহিসাব সংরক্ষণ করা ।
১৬। স্টোর ও মালামাল সংরক্ষনের প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা ।
১৭। যথাসময়ে স্টোর এবং মালামালের প্রতিপাদনের জন্য দায়ী থাকিব ।
১৮। বিভিন্ন দপ্তরের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ সম্প্রসারণে সার্বিক সহায়কের দায়িত্ব পালন করা ।
১৯। সরকার, উপজেলা পরিষদ বা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS